১৯৯৩ সালে শিক্ষা মন্ত্রনালয় উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শৃংখলা আনয়ন ও শিক্ষার গুনগতমান বৃদ্বির লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থাপনের সিদ্বান্ত গ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ০১ জন কর্মকর্তা ও ০৩ জন কর্মচারী সম্বলিত জনবল কাঠামোর মাধ্যমে উক্ত কার্যালয় দায়িত্ব পালন করে। ছাত্রী উপবৃত্তি প্রদানের লক্ষ্যে উক্ত কার্যালয় প্রতিষ্ঠা হইলেও বর্তমানে এই কার্যালয়ের কর্ম পরিধি ব্যাপক। নিকার এর সিদ্বান্ত মোতাবেক এই কার্যালয়ে ০১ জন সহকারী কর্মকর্তা ও ০১ জন হিসাব রক্ষকের পদ শুন্য রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস